স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
বড় ব্যবধানের হার দিয়ে এবারের নারী ফুটবল লিগ শুরু করে নাসরিন একাডেমি। প্রথম চার ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি। অবশেষে জয়ের স্বাদ পেলো শিরোপাধারী নাসরিন একাডেমি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে পপি রানী ও আসমা খাতুনের হ্যাটট্রিকে করাচিপাড়া একাদশকে ৯-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
টানা চার ম্যাচ হারের প্রথম জয়ের দেখা পেলো নাসরিন একাডেমি।
ম্যাচের ১০ মিনিটে দলকে লিড এনে দেন পপি। এরপর ৩৫ ও ৪২তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পপি। এরপর আরও দুইবার জালের দেখা পান তিনি। পঞ্চম রাউন্ডে আজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি। এদিন গোল হয়েছে মোট ৩৩টি, হ্যাটট্রিক হয়েছে ৪টি।
দিনের দ্বিতীয় ম্যাচে উন্নতি খাতুনের হ্যাটট্রিকে ৭-০ ব্যবধানে ঢাকা রেঞ্জার্সকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্নতি জালের দেখা পেয়েছেন চারবার। এছাড়া জয়নব বিবি রিতা দুটি ও সুলতানা একটি গোল করেন।
সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ এসসি। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এরপর আরও একবার জালের দেখা পান দুইবারের সাফজয়ী এই ফরোয়ার্ড। এছাড়া অনামিনা ত্রিপুরা, পুজা ও শামসুন্নাহার সিনিয়র একটি করে গোল করেছেন।
দিনের চতুর্থ ম্যাচে আনসার ও ভিডিপিকে ৮-০ গোলে হারিয়েছে রাজশাহী স্টার্স। ১৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আলপি আক্তার।
এরপর রেশমা আক্তার দুবার এবং শাহেদা আক্তার রিপা, সুরভী আকন্দ প্রীতি, ঋতুপর্ণা চাকমা, মুনকি আক্তার ও পুজা দাস একবার জালের দেখা পেয়েছেন।
দিনের পঞ্চম ও শেষ ম্যাচে ছিল অন্যরকম উত্তাপ। ৫৬তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয় সাগরিকা ও বিকেএসপির গোলকিপারের সাথে। রেফারি দেন পেনাল্টির বাঁশি। সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাঠ ছাড়েন বিকেএসপির খেলোয়াড়েরা। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট।
রেফারির সিদ্ধান্ত মেনে মাঠে ফিরে বিকেএসপি। সফল স্পট কিকে পুলিশকে এগিয়ে নেন আইরিন খাতুন। আর এই এক গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।