স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি দফতরে ইডির অভিযানের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দলটি। লাগাতার আন্দোলনের প্রথম দিনে প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে মিছিল করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (৯ জানুয়ারি) দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবিধানিক পদে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়ার অভিযোগে এদিনও মমতাকে তীব্র আক্রমণ করেন বিজেপি ও কংগ্রেস নেতারা। চলতি বছর মে-জুন মাসে রাজ্যটির বিধানসভা ভোট। তার আগে এই ইস্যুতে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিছিলে মমতার পাশে দেখা যায় অভিনেতা ও সাংসদ দেব, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিক-সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও।
দীর্ঘ মিছিল এগিয়ে চলে যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডের দিকে। আর রাস্তার দুই ধারে হাজারো মানুষ ছিলেন। কেউ বাসার জানালা দিয়েও হাত নেড়ে প্রতিবাদে সামিল হন।
মিছিল শেষে প্রতিবাদসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কার্যত তুলোধোনা করেন তৃণমূল নেত্রী।
সরাসরি বিজেপির রাজ্য নেতাদের নাম ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে টাকা পাঠানোর মতো গুরুতর অভিযোগ করেন মমতা। যদিও মমতার বিরুদ্ধেও একইরকমভাবে সংবিধান না মেনে ইডির অভিযানে বাধা দেয়ার অভিযোগ তোলেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব।
কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতির সমালোচনা করেন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
কলকাতার লাউডন স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য-প্রযুক্তির দায়িত্বে থাকা আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় সেখানে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে সবুজ রঙের একটি গুচ্ছ ফাইল ও কম্পিউটারের হার্ড ড্রাইভ নিয়ে আসেন তিনি। এই ঘটনা নিয়ে যদিও উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।