স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ঘুষ দেয়ার অভিযোগে মোবারক ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি নাগরিককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) কুয়ান্তান সেশন কোর্টের বিচারক সাজলিনা সাফি এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে ক্যামেরন হাইল্যান্ডসের ব্রিঞ্চাং থানা এলাকার একটি সবজি গুদামের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
মোবারক ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে মোবারক তার বৈধ ভিসা দেখাতে পারলেও কোনো ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।
লাইসেন্স না থাকায় পুলিশ সদস্য যখন তাকে আইন অনুযায়ী জরিমানা করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মোবারক বিষয়টি ধামাচাপা দিতে ১০০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) ঘুষ দেয়ার প্রস্তাব করেন।
আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায়, কর্তব্যরত পুলিশ সদস্য তাকে তিনবার সতর্ক করার পরও মোবারক জোরপূর্বক ঘুষ দেয়ার চেষ্টা চালিয়ে যান। এর প্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয় এবং বিষয়টি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের নজরে আনা হয়।আদালতে দণ্ডবিধির ২১৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
শুনানির সময় দোভাষীর সহায়তায় মোবারক নিজের দোষ স্বীকার করেন এবং লঘুদণ্ডের আবেদন জানিয়ে বলেন, তিনি সম্প্রতি বিবাহ করেছেন এবং মালয়েশিয়ায় তার দেখাশোনা করার মতো কোনো স্বজন নেই।
দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর এজুয়াইন ফারহানা আহমেদ শুনানিতে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেয়া এবং ঘুষের মাধ্যমে আইন অবমাননার প্রবণতা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মোবারককে দুই মাসের কারাদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়, সাজা ঘোষণার দিন (৭ জানুয়ারি) থেকেই এই কারাদণ্ড কার্যকর হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।