স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের চার ছেলে হারিয়ে পাগলপ্রায় এক বাবা। এখন কেবল সদ্যপ্রয়াত সন্তান এবং তাদের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলো স্মরণ করে কান্নায় ভেঙে পড়ছেন।
একটি পারিবারিক ভ্রমণ কিভাবে অকল্পনীয় ট্র্যাজেডিতে পরিণত হলো সেই কথাগুলোই বারবার বলছিলেন ওই বাবা। আবদুল লতিফ নামে ওই বাবা ভারতের কেরালার মানুষ। ওই দুর্ঘটনায় নিজেও আহত হয়েছিলেন। যা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
আবুধাবির আল ওয়ারকা গ্র্যান্ড মসজিদে এক শোকসভা অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকশ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সমবেদনা জানাতে জড়ো হয়েছিলেন। সভায় বক্তব্য রাখেন সদ্য সন্তান হারানো বাবা।
শোকসভায় তিনি জানান, তার পরিবার প্রথমে হাত্তায় ক্যাম্পিং ভ্রমণের পরিকল্পনা করেছিল। তার কথায়, ‘এটি একটি পারিবারিক পিকনিক ছিল। বাচ্চারা বাইরে কোথাও ক্যাম্প করতে চেয়েছিল। তাই আমরা হাত্তায় যাওয়ার সিদ্ধান্ত নিই।’
তিনি জানান, গত শুক্রবার (২ জানুয়ারি) তারা হাত্তায় পৌঁছান। সেখানে তাঁবু স্থাপন করার পর বাচ্চারা লিওয়া যাওয়ার জন্য আরেকটি অনুরোধ করে।
তার কথায়, ‘তারা লিওয়া উৎসব দেখতে এবং সেখানে আরও কয়েকদিন উপভোগ করতে চেয়েছিল। তাই আমরা রাজি হয়ে লিওয়ার দিকে যাত্রা শুরু করি।’
সন্তানদের প্রতি ভালোবাসা থেকে বা বাচ্চাদের খুশি রাখার জন্য এই নেয়া সিদ্ধান্ত নেয়।। অনেক বাবা-মায়ের মতো তিনিও দ্বিতীয়বার ভাবেননি। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনাটি।
লিওয়া থেকে ফেরার সময় তারা একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় প্রথমে তার তিন ছেলে আশাজ (১৪), আম্মার (১২) ও আইয়াশ (৫) এবং গৃহকর্মী বুশরা নিহত হয় এবং চতুর্থ ছেলে আজ্জাম (৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবদুল লতিফ, তার স্ত্রী রুকসানা ও এজ্জা (১০) নামে তাদের এক মেয়ে আহত হন।
এ ঘটনায় আবুধাবিতে বসবাসরত ভারতীয় প্রবাসী সমাজে এখনও শোকের আবহ বিরাজ করছে।
বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকাহত স্বজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।