স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ সরকার।
বুধবার (৭ জানুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় একটি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী।
হাইকমিশনার জানান, কয়েক বছর আগে এই চুক্তির আলোচনা শুরু হলেও ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর এতে গতি আসে। চুক্তির বিভিন্ন শর্তাবলী নিয়ে দুই দেশ ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছে।
তিনি বলেন, ‘আলোচনাটি বেশ জটিল হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে আমাদের লক্ষ্য হলো দ্রুততম সময়ে এটি সম্পন্ন করা।’
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.১ শতাংশ বেশি। বর্তমানে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে অবস্থান করছে বাংলাদেশ।
দুই দেশের প্রধান বাণিজ্য খাতসমূহের মধ্যে রয়েছে; মালয়েশিয়া থেকে রপ্তানি পেট্রোলিয়াম পণ্য, পাম অয়েল, রাসায়নিক দ্রব্য এবং বাংলাদেশ থেকে আমদানি তৈরি পোশাক (টেক্সটাইল), জুতা, প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য পণ্য।
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে সাধারণত শ্রমিক রপ্তানির নিরিখে দেখা হলেও সেই ভাবমূর্তি পরিবর্তনের ওপর জোর দিয়েছেন হাইকমিশনার।
তিনি বলেন, ‘আমরা শুধু শ্রমিক পাঠানোর গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না। মানবসম্পদ খাতে আমাদের সম্পর্ক সন্তোষজনক হলেও আমরা এখন ডিজিটাল প্রযুক্তি এবং শিক্ষার মতো আধুনিক খাতগুলোতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।’
বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা দেশটিতে দ্বিতীয় বৃহত্তম বিদেশি শিক্ষার্থী গোষ্ঠী। এছাড়া বাংলাদেশি শিক্ষকরাও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন।
২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর এবং ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন চৌধুরী।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে হাইকমিশনার আশ্বস্ত করেন যে, নির্বাচনের পর নতুন সরকার যে-ই গঠন করুক না কেন মালয়েশিয়ার সাথে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে বাংলাদেশের অন্যতম পররাষ্ট্র নীতি। দুই দেশের ৫৪ বছরের এই অটুট বন্ধুত্ব আগামীতে আরও বহুমুখী ও অর্থবহ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।