পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলা পাচুরিয়া দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: সাজেদা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শোকের ছায়া এবং এক করুণ দৃশ্যের অবতারণা হয়!
প্রিয় শিক্ষকের বিদায় মুহূর্তের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।এই বিদায় এক স্মরণীয় বিদায় বলে এলাকার মানুষ মনে করেন।
তাদের মতে,এই বিদায় একটি রাজকীয় বিদায় যা সবার ভাগ্যে হয় না। বিদায় বেলায় ভক্তদের অজস্র উপহার সামগ্রী এবং ফুলে ফুলে ভরে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয় বিদায়ী অতিথিকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খ,ম জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ইউআরসি ইন্সপেক্টর জনাব আব্দুল গফুর, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সেলিম রেজা, ইউনুস আলী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মজিদ, ডেমরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তি রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মন্ডলী ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়র প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারি শিক্ষক জনাব আব্দুর রশিদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।