স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং পুনরায় চালু করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করছে কাতার।বহির্বিশ্বের সাথে গাজার বাসিন্দাদের একমাত্র সংযোগস্থল রাফাহ ক্রসিং।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, ‘গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা মধ্যস্থতাকারীদের সাথে কাজ করছি। আমরা দাবি করেছি যে মানবিক সাহায্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবেব্যবহার করা হবে না।’
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। তেল আবিবের এই নিষেধাজ্ঞা গত ১০ অক্টোবর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। কারণ মিশর সীমান্তের সঙ্গে গাজার রাফাহ ক্রসিং বন্ধ রয়েছে।
২০২৪ সালের মে মাসে ইসরাইলি সেনাবাহিনী গাজার রাফাহ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর আগে পর্যন্ত বহির্বিশ্বের সাথে গাজার একমাত্র সংযোগস্থল ছিল এই ক্রসিং।
ইসরাইলি সংবাদমাধ্যম কান ১ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে ইসরাইলি কর্তৃপক্ষ রাফাহ ক্রসিং দুই দিক দিয়ে পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে।
এর আগে ইসরাইল সরকার জানিয়েছিল, শুধুমাত্র গাজা থেকে বাসিন্দাদের মিশরে প্রস্থানের ‘খোলা’ হবে। ইসরাইলের এই নীতির তীব্র সমালোচনা জানিয়েছিল মিশর, কাতারসহ কয়েকটি দেশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।