পাবনা জেলা প্রতিনিধি।
বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদেরকে শীতবস্ত বিতরণে এগিয়ে এসেছে ক্রীসকপ,পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১।
অদ্য ০৬-০১-২০২৬ ইং তারিখ মঙ্গলবার বিকেল চার ঘটিকার সময় ফরিদপুর সাব-জোনাল অফিস প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সুযোগ্য জেনারেল ম্যানেজার জনার মোঃ আব্দুল্লাহ আল- আমিন চৌধুরী, সমিতি বোর্ডের সভাপতি জনাব মোঃ এনামুল হক এবং ফরিদপুর সাব-জোনাল অফিস এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি–১ মানবিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।