স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চমানের গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে ‘ডেভেলপিং ক্যারিয়ার থ্রু হাই কোয়ালিটি রিসার্চ, পাবলিকেশন অ্যান্ড কোলাবোরেশন’ শীর্ষক গবেষণাভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চবিতে গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার
জাহিন সরকার আবির
রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, গবেষক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীসহ ১২০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এবং এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি স্নাতক পর্যায় থেকেই গবেষণায় সম্পৃক্ত হওয়ার গুরুত্ব, মানসম্মত গবেষণা পরিচালনা, গবেষণা তহবিল ও তথ্য ব্যবস্থাপনা, যথাযথ উদ্ধৃতি প্রদান এবং গবেষণা নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঈন উদ্দিন খন্দকার। তিনি গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে জার্নাল নির্বাচন, সহকর্মী মূল্যায়ন প্রক্রিয়া, সংশোধন কৌশল এবং প্রকাশনা নৈতিকতা-সংক্রান্ত বাস্তব চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পাশাপাশি নতুন গবেষকদের জন্য সম্ভাবনাময় ও সমসাময়িক গবেষণা ক্ষেত্র সম্পর্কে ধারণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মো. কামরুল হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন। তারা গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
সমাপনী পর্বে প্রধান বক্তা ও আলোচককে সম্মাননা স্বরূপ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি স্মারক প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।