স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জেক অচিনক্লস বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার সঙ্গে মাদক পাচার দমনের কোনো সম্পর্ক নেই।
স্ত্রীর সঙ্গে নিকোলাস মাদুরো।
স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাসাচুসেটসের এই কংগ্রেসম্যান বলেন, ‘এটা তেলের জন্য রক্তপাত। এর সঙ্গে মাদক পাচারের কোনো সম্পর্ক নেই।
মাদকের বেশিরভাগ চালাইন ইউরোপে যাচ্ছে, আর কোকেন সেই মাদক নয় যা আমেরিকানদের হত্যা করছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুর জন্য দায়ী ফেন্টানিল, যা চীন থেকে আসে।’
তিনি আরও বলেন, ‘এই পুরো বিষয়টির মূল্য লক্ষ্য হলো ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে।
ওয়াশিংটননের দাবি, মাদুরো, তার স্ত্রী এবং ভেনেজুয়েলার কয়েকজন শীর্ষ ব্যক্তি ‘নারকো-সন্ত্রাসবাদ’, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তবে কারাকাস বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
অচিনক্লস বলেন, ‘শেভরনের (মার্কিন বহুজাতিক কোম্পানি) কাছে ওই তেলক্ষেত্র ব্যবহারের চুক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অনুমতিও আছে। এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলোর কাছে দেয়া তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।’
মাদুরোকে আটকের পর শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নেবে এবং দেশটির ভেঙে পড়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে আহ্বান জানাবে।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোলিওস দে ভেনেজুয়েলা (পিডিভিএসএ) দেশটির তেল খাত নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিশেষ ছাড়ের আওতায় হিউস্টনভিত্তিক শেভরনই একমাত্র মার্কিন কোম্পানি, যারা ভেনেজুয়েলায় তেল উত্তোলন করছে এবং উৎপাদিত তেলের একটি অংশ পিডিভিএসএকে দেয়।
ভেনেজুয়েলার তেল মজুত বিশ্বের সবচেয়ে বড় হলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তা পূর্ণ সক্ষমতায় উৎপাদিত হচ্ছে না। দেশটির তেলের বড় একটি অংশ বর্তমানে চীনে বিক্রি হচ্ছে।
কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদন মতে, ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বাহিনী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।