স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মেক্সিকোর দক্ষিণ ও মধ্যঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে দুইজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রিসোর্ট আকাপুলকোর কাছে। ভূমিকম্পের পর ৫০০ টিরও বেশি আফটারশক হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিল আকাপুলকোর প্রায় ৫৭ মাইল উত্তর-পূর্বে পাহাড়বেষ্টিত গুয়েরোর র্যাঞ্চো ভিয়েজো থেকে ২ দশমিক ৫ মাইল উত্তর-পশ্চিমে ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার) গভীরে।
ভূমিকম্পের সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন। তবে এর কিছুক্ষণ পরেই শিনবাউম পুনরায় প্রেস ব্রিফিং শুরু করেন।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আকাপুলকোর আশেপাশে এবং রাজ্যের অন্যান্য মহাসড়কে ভূমিধসের খবর জানিয়েছে।
গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ৫০ বছর বয়সি এক নারী ভবন ধসে মারা গেছেন।
স্থানীয় কর্মকর্তরা জানিয়েছেন, গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটি থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।
এপি বলছে, কম্পন শুরু হওয়ার পর পরই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দারা রাস্তায় ছুটে আসেন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।