স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত বিএনপি ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) এশার নামাজের পর দেশটির হাওয়াল্লী এলাকার আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ খতিব মাওলানা নুরুল আলম।
গায়েবানা জানাজায় অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সিনিয়র নেতা চুন্নু মোল্লা, সোয়েব আহমেদসহ কুয়েত বিএনপির অনেক নেতা এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা, স্মৃতিচারণ, বেগম জিয়ার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ওপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র এবং পোস্ট শেয়ার করে গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান জাতি কখনো ভুলবে না।
তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।