মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দীনের বিরুদ্ধে সরকারি স্থাপনা—হাসপাতালের গাড়ি পার্ক ও হাসপাতালের রুগীদের বেড ভাড়া দিয়ে ব্যক্তিগত আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।
তদন্তে জানা যায়, হাসপাতাল গেটের ভেতর রুগীদের আত্মীয় স্বজনরা গাড়ি বহন করে আসলে, সেই গাড়ি পার্ক করার জন্য একটা নিদিষ্ট জায়গায় আছে সেই জায়গা ভাড়া দিয়ে চলে সদর হাসপাতালের তত্বাবধায়ক। শুধু তাই নয় হাসপাতালে ৪ তলায় একটি কক্ষের বেড বিছানা ৩০০টাকা ২৪ ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়। ঐ ভাড়ার টাকা মাসে উঠিয়ে নিজের পকেটে ভড়ে।
প্রতি মাসে গাড়ি পার্ক ভাড়া দিয়ে ৩০ হাজার ও হাসপাতালে রুম ভাড়া দিয়ে ৩০ হাজার, মোট ৬০ হাজার টাকা আয় করেন। বছরে ৭,২০,০০০ টাকা আয় করে।
হাসপাতালে বেড ও গাড়ি পার্ক বিষয় নিয়ে আলোচনা করার সময়, তিনি বলেন ঐ টাকা দিয়ে বাহিরে লোকজন নিয়ে এসে বিভিন্ন ছোট খাট সমস্যা ঠিক করানো হয়।
যেমন ইলেকট্রিক, টয়লেট পরিষ্কার, ও বিভিন্ন অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী কাজে লাগানো হয়।
সরজমিন ঘুরে দেখা ও জানা যায় সব কিছু মিথ্যা বলছেন হাসপাতালের তত্বাবধাক। এছাড়াও বাজেট করে অর্থ চাওয়ার অভিযোগ আছে তার উপর।
একটা দেশের মানুষ চায় সঠিক চিকিৎসা সেবা সেখানে হাসপাতালে তত্তাবধায়কব যদি দুর্নীতি করে তবে কে হাসপাতাল রক্ষা করবে।
হাসপাতালে ওষুধ সংকট, শিশু ওয়ার্ডের অভাবসহ নানা সমস্যা থাকলেও তত্ত্বাবধায়ক সরকারি সম্পদ ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন—এমন অভিযোগ স্থানীয়দের।
বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।