স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া সংলগ্ন হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৬) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আ. রশিদ (১৬)। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিয়াম ও রশিদ মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘুরতে যায়।
ভ্রমণ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা ক্যানেলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কুষ্টিয়া) থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক সিয়াম ঘটনাস্থলেই প্রাণ হারায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোহী রশিদকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মর্গে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।