স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর এবং কাতার। তুরস্কের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
মায়ামিতে মার্কিন, মিশরীয়, কাতারি কর্মকর্তাদের সাথে গাজা আলোচনায় যোগ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স-এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেচেলি এসব জানিয়েছেন।
কেচেলি জানান, ‘বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়ন সম্পর্কিত বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া সম্পর্কে মতামত বিনিময় করা হয়েছে।
’ তিনি আরও বলেন, আলোচনায় উল্লেখ করা হয়েছে যে, ‘প্রথম পর্যায়ে অর্জিত যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও তা অব্যাহত রয়েছে, জিম্মিদের মুক্তি সম্পন্ন হয়েছে এবং সংঘাত অনেকাংশে বন্ধ হয়েছে।’ মুখপাত্র আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে, গাজা উপত্যকা যাতে গাজার নেতারা শাসন করতে পারেন তা নিশ্চিত করার ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা হয়েছে।
শান্তি পরিকল্পনায় সম্ভাব্য শান্তি পরিষদ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সম্পর্কিত পদক্ষেপগুলোও মূল্যায়ন করা হয়েছে। কেসেলি বলেন, বৈঠকের শেষ দিকে ফিদান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে মিয়ামিতে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।