নিউজ ডেস্ক, মনপুরা
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসের এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
দিবসটি উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো:আবু মুছা সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মিনিট নীরবতা পালন, দোয়া মাহফিল ও
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মনপুরাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে রাখবেন।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসের এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
দিবসটি উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো:আবু মুছা সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মিনিট নীরবতা পালন, দোয়া মাহফিল ও
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মনপুরাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে রাখবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।