বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ উদ্দিন (৭১) আর নেই।
তিনি গতকাল ২০ নভেম্বর ২০২৫ ইং, সন্ধ্যা ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। তিনি ঢাকার বাসাবো এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১৫৯০০০২২৩৭।
তিনি মহান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। জীবদ্দশায় তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার সকালেই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় সালাম, গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই কার্যক্রম পরিচালনা করেন — লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেসার উদ্দিন।
পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জানাজা শেষে তাকে তাঁর গ্রামের বাড়ির খিদিরপাড়া কবরস্থানে দাফন করা হয়। সকলেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তার বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেম।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।