
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল টাঙ্গাইলে তারুণ্যকে কেন্দ্র করে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও মিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার জনসেবা চত্বরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলাটির পর্দা ওঠে।
জেলা প্রশাসক শরীফা হক মেলার উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার কণিকা মল্লিক এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় ৩০টি স্টলে দেশীয় পাটজাত সামগ্রী, ঘরোয়া বিভিন্ন পিঠা–পুলি, হস্তশিল্প এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরা নানা পণ্য প্রদর্শন করা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উদ্যম, উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় ঐতিহ্যকে পরিচিত করার সুযোগ হিসেবে মেলাটি নতুন মাত্রা যোগ করেছে বলে আয়োজকদের দাবি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।