হাসিনার রায়কে ঘিরে উত্তেজনা: জামায়াতসহ আট দলের নতুন কর্মসূচি ঘোষণা।
লোকমান ফারুক : বিশেষ প্রতিনিধি।

রংপুরসহ সারাদেশে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তেজনায় টইটম্বুর। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন ঘনিয়ে আসতেই রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। আগামী সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা হবে—এ খবরের পর থেকেই রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত রাজনৈতিক স্রোতে নতুন ঢেউ।
রোববার (১৬ নভেম্বর) আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, রায়ের দিন তারা মাঠে উপস্থিত থাকবে। সংবাদ সম্মেলনের মঞ্চে উত্তেজনায় ভরা কণ্ঠে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,
"আমরা অতীতেও মাঠে ছিলাম, এবারও থাকব।' ফ্যাসিবাদের পক্ষে নাশকতার সুযোগ জাতি দেবে না।'
তার বক্তব্যে যেন রাজনৈতিক টানাপোড়েনের ছায়া আরও স্পষ্ট হয়ে ওঠে। আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনকার প্রশাসনিক নিষেধাজ্ঞা তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে, কিন্তু তাতে রাজপথের উত্তাপ কমেনি।
গণভোটে ‘হ্যাঁ’—আট দলের ঘোষণা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জামায়াতের পাঁচ দফা দাবিকে সামনে রেখে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে আট দল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, 'প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী আকাঙ্ক্ষার আংশিক প্রতিফলন আছে। কিন্তু পাঁচ দফার পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'
রায়ের দিনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পথে-ঘাটে, চায়ের আড্ডায়, দফতরে—সবখানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: রায়ের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নেবে?
ঘড়ির কাঁটা সামনে এগোচ্ছে, আর উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজনীতির আকাশে—যেন সোমবারটাই নির্ধারণ করে দেবে দেশের ভবিষ্যৎ পথচলা।