নিউজ ডেস্ক
রংপুর নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলার এবং লেখার সাহস অর্জন করলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) রংপুর টাউন হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নবিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, "দলীয় লেজুড়বৃত্তি পরিত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে পারলেই সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন আসবে। নিজের মতাদর্শের সরকারের সামনেও চোখে চোখ রেখে কথা বলার সৎ সাহস থাকতে হবে।" বিএনপি ও আওয়ামী লীগ সরকার আমলে নিজের পেশাগত অভিজ্ঞতার উদাহণ টেনে তিনি বলেন,'একজন সাংবাদিক হিসেবে আমাদের হতে হবে নির্মোহ। পেশায় রাজনীতি টেনে আনলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়।'
তিনি আরও বলেন, 'নির্মল সেন, এবিএম মুসা, আনোয়ার জাহিদ— এঁরা সবাই দেখিয়ে গেছেন, কীভাবে দলীয় অবস্থান থেকে সাংবাদিকতা আলাদা রাখা যায়। আজ আমরা সেটি হারিয়েছি বলেই দুর্ভোগ বাড়
ছে।' গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পুনরায় খসড়ায় অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং তফসিল ঘোষণার আগেই এসব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান।
রংপুর জেলা প্রশাসক মো: রবিউল ফয়সালের সভাপতিত্বে ও আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, আরপিইউজে সভাপতি সালেকুজ্জাম সালেক প্রমুখ।
সমাবেশে রংপুরসহ আশপাশ জেলার তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। শেষে রংপুর জেলার ১৯ জন সাংবাদিকের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।