দিনাজপুরে খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা মহিলা দলের আনন্দ মিছিল
মোঃ আসাদ আলী স্টাফ (রিপোর্টার দিনাজপুর) থেকে ;-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় দিনাজপুরে আনন্দে মেতে ওঠে জেলা মহিলা দল।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সুলতানা রাজিয়া জুই, সাবেক সভাপতি নাজমা মসির, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন, সাধারণ সম্পাদক স্বপ্না, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও কর্মীরা।
বেগম খালেদা জিয়ার প্রার্থী ঘোষণায় দিনাজপুর জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।