
রিপোর্ট পিআইডি শেখ তিতুমীর:-অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলন শুরু হয়েছে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
জুলাই গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের।
এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।