বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় “হাত ধোঁয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালন উপলক্ষে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্ত সাজ্জাদ হোসেন সোহেল।এসময় পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সামাদ মন্ডলসহ উপজেলার প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সংবাদকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষুদে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।