ডেস্ক রিপোর্ট
কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় নজির স্থাপন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলা জন্মনিবন্ধন সংক্রান্ত জনদুর্ভোগ অবশেষে নিরসন হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মধ্যে ইউনিয়নের প্রায় ৯৫ শতাংশ জনগণের জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
স্থানীয় সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন নিয়ে বছরের পর বছর সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। অনলাইন সিস্টেম, ডেটা এন্ট্রি জটিলতা ও সার্ভার সমস্যা ছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সীমিত সক্ষমতার কারণে এ সেবা প্রায় অচল হয়ে পড়েছিল।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই মীর শাহেদুল ইসলাম রোমান বিষয়টিকে অগ্রাধিকার দেন। তিনি নিজে মাঠ পর্যায়ে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন, সচেতনতা কার্যক্রম চালান এবং ইউনিয়ন পরিষদে বিশেষ টিম গঠন করে দ্রুত সেবা নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন,
আগে জন্মনিবন্ধনের জন্য বারবার অফিসে যেতে হতো, মাসের পর মাস অপেক্ষা করতে হতো। এখন কয়েক দিনের মধ্যেই কাজ হয়ে যাচ্ছে — এটা সত্যিই বড় পরিবর্তন।”
জন্মনিবন্ধন সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে—এমনটাই জানান ইউনিয়ন সচিবও।
রাজাপালং ইউনিয়নে জন্মনিবন্ধন সেবার এই সাফল্য স্থানীয় প্রশাসনের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্য এটি হতে পারে অনুসরণের মডেল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।