ডেস্ক রিপোর্ট
জামালপুর সদর উপজেলা এক বাড়ির ওপর দিয় রাস্তা না দেয়ায় কারনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানা যায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টেবিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মুনছর আলী (৬০)। সে ওই এলাকার মৃত মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের জামাতা মোহাম্মদ আলী জানান, তার শ্বশুর মৃত মুনছর আলীর বাড়ির ওপর দিয়ে পিছনের বাড়ির রুবেল জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করে।
এতে মুনছর আলী বাধা দেয়। পরে রুবেল চলে যায়। এর জের ধরে হঠাৎ মঙ্গলবার রাতে মোঃ সোহেল, উজ্জল, রুহুল, জাহেদুল, সালিম ও সাহেদ আলী সহ তাদের দলবল নিয়ে রড, লাঠি নিয়ে মুনছর আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে মুনছর আলীকে আহত করে।
গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহত মুনছেফ আলী তিন সন্তানের জনক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ ফয়সাল আতিক বলেন, এ ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের ছেলে বাদী একটি মামলা করেছেন। দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।