শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।
পলাশবাড়ী উপজেলা সাব রেজিস্টার সাইমুন মুস্তারির শুভ বিবাহ সম্পন্ন ।
রংপুর সার্কিট হাউজ কমিউনিটি সেন্টারে পলাশবাড়ী উপজেলা সাবরেজিস্টার মোছা.সাইমুন মুস্তারির শুভ বিবাহ আনুষ্ঠানিক ভাবে সুষ্ঠু ও শান্তি- পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। 'বর' তিলক ইসলাম পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন নের বাসুদেবপুর এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা যায়।
শহরের পরিচিত মুখ তিলক। তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর অব.ব্যাংকার পৌরশহরের গিরীধারীপুর গ্রামের(সাথী সিনেমা হল সংলগ্ন)মো.আমিনুল ইসলামের ছেলে।
বিবাহ অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যবর্গ,সহকর্মী, আত্মীয়স্বজন-পড়শি,বন্ধু-বান্ধব,পলাশবাড়ী দলিললেখক সমিতির নেতৃবৃন্দসহ সরকার ছাড়াওবিভিন্ন পর্যায়ের গণ্যমান্য সজ্জন ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীউপস্থিত থেকে নব-দম্পতিরআগামীরসুখ-স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দো'আ আশীর্ব্বাদ করেছেন।