ইয়াসির আরাফাত, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের গড়া সংগঠন গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে গণঅধিকার পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিম আহাম্মদ সঞ্চয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম আযম এবং ছাত্র অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ৬মাসের জন্য ২৮ সদস্যবিশিষ্ট হাকিমপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
হাকিমপুর উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রানা, প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালামকে নির্বাচিত করা হয়েছে।
গণঅধিকার পরিষদের এই আলোচনা সভায় সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং গণতন্ত্র রক্ষা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করার জন্য হাকিমপুর উপজেলা শাখার নতুন কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।