বিশেষ প্রতিনিধি।
রংপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ তৎপরতায় (এসআই) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর তাদের কৌশলে অজ্ঞান করে তাদের কাছে থাকা সবকিছু হাতিয়ে নিত।
গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।' আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে এই অভিযানে দায়িত্ব পালনকারী সকল অফিসারগণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।'