নিজস্ব প্রতিবেদক
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক নিউজ টুয়ান্টিফোর সৌদি আরব প্রতিনিধি ও দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার রাংগুনীয়া চন্দ্রঘোনার কৃতী সন্তান সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর সাথে রাংগুনীয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরীর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট ) দুপুরে রাংগুনীয়া প্রেসক্লাবের হল রুমে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে রাংগুনীয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী উপস্থিত জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়ের সময় রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাব হলো রাংগুনীয়ায় কর্মরত সকল সাংবাদিকদের মাদার সংগঠন। জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ রাংগুনীয়া গর্ব। তিনি একাধারে সাংবাদিক ও জাতীয় দৈনিক স্বাধীন ভাষা, দৈনিক বারুদ, সাপ্তাহিক অভিযোগ ও অনলাইন পত্রিকা দৈনিক নবোদয়ে এর নির্বাহী সম্পাদক, প্রকাশনার সাথে জড়িত আছেন এই ছাড়াও তিনি সৌদিআরবে নিউজ টুয়ান্টিফোর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। উনাকে আমাদের রাংগুনীয়া প্রেস ক্লাবের সদস্য হিসেবে আমাদের সাথে অন্তর্ভুক্ত করার জন্য আমরা নৈতিক সিদ্ধান্ত করেছি বলেও মন্তব্য করেন তিনি ।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ বলেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। এটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত এবং পেশাদার সাংবাদিকদের কার্যক্রম ও উন্নয়নে কাজ করে। সংগঠনটির নিজস্ব ভবন আছে এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এটি নতুনভাবে সজ্জিত হয়েছে, যেখানে নতুন কক্ষও সংযুক্ত করা হয়েছে। রাংগুনীয়া প্রেস ক্লাবকে একটি মডেল ক্লাবে পরিনত করতে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার বলেন, সাংবাদিকদের পেশার প্রতি সৎ ও নিষ্ঠাবান হতে হয়। আমার দৃঢ় বিশ্বাস, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর প্রতিটি সদস্য নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে ও তাদের পেশার প্রতি সৎ থাকবে।
তিনি আরও বলেন, সাংবাদিক ফিরোজ তার নিষ্ঠা ও একাগ্রতার এবং কর্ম দক্ষতায় সৌদি প্রবাসীদের মন জয় করে নিজের এলাকার পাশাপাশি দেশের আর্তমানবতার কাজে নিজেকে সম্পৃক্ত করেছে, আমরা তার সফলতা কামনা করি এবং আমাদের ক্লাবের সদস্য হিসেবে করতে আমার প্রস্তাব করেছি।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসেন আফতাব, সাংগঠনিক সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারভেজ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদল শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মানিক প্রমুখ।