মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
খাগড়াছড়ির রামগড় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় মা-মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম(৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোঃ শাহাবুদ্দিন এর ছেলে। গলা কেটে হত্যা করা মা আমেনা খাতুন(৮৮) ও মেয়ে রাহেনা আক্তার(৪০) দুইজনই গ্রেপ্তারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম এর আপন দাদী ও ফুফু হয়।
পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম তার দাদির বাড়িতে এসে টাকার দাবিতে ভিকটিমদের উপর আক্রমণ করে।
এ সময় আসামি দাদি আমেনা খাতুন ও খালা রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে। পরে আসামি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
এসময় তার কাছ থেকে ভিকটিম রাহেনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা সে চট্টগ্রামের ভূজপুর থানাধীন ইসলামপুর বাজারে এক দোকানদারের কাছে ৪০০ টাকায় বিক্রি করেছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।