জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের অভিযানে পুলিশ এসল্ট মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ছাতক থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন,এসআই সৈয়দ গোলাম সারোয়ার,এসআই সিকান্দর আলী, এএসআই মোঃ আরিফুজ্জামান, এএসআই মাসুদ মিয়া, এএসআই তোহা, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ ঠেংগারগাঁও গ্রামে অভিযান পরিচালনা করিয়া ৬ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পৌর সভার ঠেংগারগাঁও গ্রামের আলতাফ আলীর পুত্র আসামী মোঃ সাইমন মিয়া (২২), জয়নুল মিয়া ওরফে জায়নুল মিয়া জাইনুল (৩২), মোঃ আক্তার মিয়া (২৭), মোঃ মিলন মিয়া (২৫) ও আলতাফ আলীর স্ত্রী আলেয়া বেগম (৫০), নুরুল হকের স্ত্রী বেদেনা বেগম (৫০)।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান জানান,আসামীদের গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।