ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে ৬০ জন কৃষক দের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষন হল রুম ও বিআরডিবির হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ।
প্রশিক্ষনার্থীদের মধ্যে শেখানো হয় লেবু জাতীয়ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি। ড্রাগন ও আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি,গ্রীষ্ম কালিন টমেটো, বেগুন ও মরিচের আধুনিক উৎপাদন, সরিষা সূর্য মূখী, তিল ও চিনাবাদাম। উচ্চ মূল্য ফসল উৎপাদন ক্যাপসিকাম,পেঁপে, পেয়ারা ও তরমুজ ফসল উৎপাদনের কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন সিলেট অঞ্চলের আধুনিক চাষাবাদ পদ্ধতি আওতায় ছাতকে কলাচাষের অপার সম্ভাবনা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।