ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে ৬০ জন কৃষক দের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষন হল রুম ও বিআরডিবির হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ।
প্রশিক্ষনার্থীদের মধ্যে শেখানো হয় লেবু জাতীয়ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি। ড্রাগন ও আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি,গ্রীষ্ম কালিন টমেটো, বেগুন ও মরিচের আধুনিক উৎপাদন, সরিষা সূর্য মূখী, তিল ও চিনাবাদাম। উচ্চ মূল্য ফসল উৎপাদন ক্যাপসিকাম,পেঁপে, পেয়ারা ও তরমুজ ফসল উৎপাদনের কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন সিলেট অঞ্চলের আধুনিক চাষাবাদ পদ্ধতি আওতায় ছাতকে কলাচাষের অপার সম্ভাবনা রয়েছে।