মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার
কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় খুবই গোপন সূত্রে খবর পেয়ে ট্রাক হোটেলে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মোঃ তুহিন হোসেন (২৭)। তিনি সাতক্ষীরা জেলার গোনা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ রওশন আলী (৫৫)। জানা গেছে, আটককৃত তুহিন হোসেনের নামে পূর্বে কোনো মামলা ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৬টায় চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরুল হকের নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মালামাল: গাঁজা – ১.৫ কেজি নগদ টাকা – ১০,৮৭০/- টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন – ০১টি ।
অভিযান শেষে আটক যুবক ও জব্দকৃত মালামাল চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।