রিপোর্টার
গত ১৩ আগষ্ট গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে দোকানের বাকি চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী গোলাপ কর্তৃক গুলি করে ওয়াশিম সহ দুইজনকে আহত করে।
সেই সংক্রান্ত ঘটনায় ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় সন্ত্রাসী গোলাপকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রাখায় ১৯ আগস্ট মঙ্গলবার আসামি গোলাপ আদালতে আত্মসমর্পণ করেছে।
কোর্ট পুলিশ পরিদর্শক এর সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সবুর আসামির সাথে কথা বলে নিশ্চিত হয়ে দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে ১টি পিস্তুল ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ২ রাউন্ড গুলির খোসা ছিল। গুলি করে আহত করার ঘটনায় আবু বক্কর সিদ্দিক এর দায়ের করা মামলায় আসামি গোলাপ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামি গোলাপকে জেল হাজতে পাঠায়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তীতে আদালতের মাধ্যমে তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।