প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
টঙ্গীতে ভেন্ডার জাহাঙ্গীর আলমের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদা দাবি ও হত্যার হুমকি

মোঃলিমন হোসেন
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে তার নিজ ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান ‘জাহাঙ্গীর ভেন্ডার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডির প্রোফাইলে দলিল লেখক লোগো ব্যবহার করা হয়েছে। আইডি থেকে তার বন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া চক্রটি বিভিন্ন জনের মেসেঞ্জারে হত্যার হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।