বিশেষ প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অটোভ্যান ছিনতাই চেষ্টার সময় ধারালো ছুরিসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৫ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর টু ধাপেরহাট সড়কের হিংগারপাড়া গ্রামে শাহ আজগর আলী ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী এলাকায়। আটককৃতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামের আনারুলের পুত্র রফিকুল ইসলাম (২৫) এবং সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (জীবনপুর) গ্রামের আন্জু মিয়ার পুত্র শাওন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যাত্রীবেশে রফিকুল ও শাওন ধাপেরহাটের বকশিগঞ্জ বাজার থেকে ধাপেরহাটগামী বোয়ালীদহ গ্রামের মৃত সফে মিয়ার ছেলে তাজুলের (তাজু) অটোভ্যানে ওঠেন। সড়কের ‘ডিউটি ঘর’ নামক স্থানে পৌঁছালে রফিকুল প্রস্রাবের অজুহাতে ভ্যান থামাতে বলেন। তবে চালক ভ্যান না থামিয়ে এগিয়ে গেলে রফিকুল হঠাৎ তাকে জাপটে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভ্যান চালকের আত্মচিৎকারে শাহ আজগর আলী কলেজ মোড়ের আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে। পরে জনতা আটক দু’জনকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ইয়াকুব আলীর নেতৃত্বে থাকা রাতের টহল টিমের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।