ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে চোরাচালান-সংক্রান্ত মালামাল আটক হওয়ার পর স্থানীয় দুই সাংবাদিককে দায়ী করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা বলেন, মোহাম্মদ শাহিন মিয়া বলেন “এর খেসারত দিতে হবে” এবং দেখে নেওয়া হবে—যার অডিও রেকর্ড ও রয়েছে।
হুমকির শিকার দুই সাংবাদিক হলেন: দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির এবং এশিয়ান টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল। জানা যায়, নাজমুল হাসান জুয়েলকেও একাধিকবার মোবাইল ফোনে হুমকি প্রদান করা হয়েছে।
এই ঘটনায় সাজ্জাদ মাহমুদ মনির ১ আগস্ট ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পে আরো কয়েকজন সাংবাদিকদের কে নিয়ে মৌখিক অভিযোগও করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাকারবারিরা যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ঘটনায় সাংবাদিক মহলে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।