নহাটা (৮ নং ইউনিয়ন), প্রতিনিধি:সাজ্জাদ ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং নহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্গত খলিশাখালী এলাকায় দলীয় উদ্যোগে এক বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই দোয়ার আয়োজনের মূল লক্ষ্য ছিল আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও সুস্থ জীবন কামনা। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
দোয়ার শুরুতে জামায়াতে ইসলামী খলিশাখালী শাখার নেতৃবৃন্দ ডা. শফিকুর রহমানের জীবনী ও দলীয় অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর সুস্থতার জন্য উপস্থিত সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।
মাহফিলে দেশের সার্বিক কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যের দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, “আমীরে জামায়াত একজন সৎ, নীতিবান ও আদর্শবান নেতা। তাঁর নেতৃত্বে দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি আল্লাহর দরবারে।”
দোয়া মাহফিলের পর স্থানীয় জনগণের মাঝে তবারক বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।