মো:কামরুল হোসেন,
মনপুরা-ভোলা:
দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ১৯৯৪ জেলেদের মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মো নাছির উদ্দীন। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নিচ তলায় এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা মনপুরার সমবায় কর্মকর্তা উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো নাছির উদ্দীন জানান,উত্তর সাকুচিয়া ইউনিয়ন ১৯৯৪ জেলেদের মাঝে এই চাউল বিতরন করা হয়। সুবিধাভোগীরা এই প্রণোদনার চাউল পেয়ে খুশি,তারা বলছেন এখন নদীতে মাছ না থাকায় কঠিন সময় পার করছেন তারা,এর মাঝে এই প্রণোদনার চাউল তাদের সহয়তায় অনেক উপকারে আসবে,দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে কর্মহীন জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ প্রশাসনের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা।