◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড রুহুল্লা হাট এলাকায় পিচ ঢালাই সড়কের পাশে বড় অংশ খনন করায় মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে পৌরসভার টিএলসিসি কমিটি এই অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযুক্ত চাম্বল ইউনিয়নের আবদুস সাত্তারের পুত্র নেছার আহমদকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তার পাশাপাশি নিজ উদ্যোগে সড়কের খনন অংশ ভরাট করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানকালে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) তৌহিদুল ইসলাম, পৌরসভার ৬নং ওয়ার্ডের দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ ও পৌরসভার টিএলসিসি কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।