মো কামরুল হোসেন সুমন,ভোলা:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
মেলায় ই-নামজারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের কপি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানা অনলাইন সেবা সরাসরি স্টলে গিয়ে পাচ্ছেন নাগরিকরা।
জেলা প্রশাসক বলেন, “ডিজিটাল রূপান্তরের ফলে ভূমি সেবা আজ হয়রানিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব হয়ে উঠেছে। এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পাওয়া সম্ভব।”
ভোলা সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।