মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার ::
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরের-চর গ্রামের বাসিন্দা মনসুর আলীর স্ত্রী শিশু অপহরণকারী আদুরী বেগম রংপুরে অপহরণকৃত শিশুসহ পুলিশের হাতে আটক।
পুলিশ সুত্রে জনাজায় রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সেহরি খান। শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় ইফতার শেষে ৬-১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান অভিভাবকরা।তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতারের পর উধাও হন।
এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপরই রেলস্টেশন এলাকায় চার শিশুসহ আদুরীকে সন্দেহভাজন ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে চার শিশুকে উদ্ধার করে। এসময় অপহরণকারী আদুরিকে আটক করে জিআরপি ব্যারাকে নিলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়।
অপহরণ কারী আদুরির প্রকাশ্যে বিচার দাবি করে তাকে মারধরের চেষ্টা করেন উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনীর নিরাপত্তায় আদুরিকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে ওই চার শিশুকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, চার শিশুসহ আদুরী বেগম নামের এক নারীকে আটক করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসির উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।