ফকির হাসান :: ছাতকে জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রাতে বিদ্যালয়ের ৪ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল নিয়ে গেছে। বুধবার (১৯ মার্চ ) গভীর রাতে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,পবিত্র রমজান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়ে যাওয়া হয়নি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের। চোরেরা এ সুযোগ কাজে লাগিয়ে নির্বিঘ্নে চুরি করে পালিয়েছে ।
রাতে চোরেরা ইলেকট্রনিক সরঞ্জাম কক্ষের তালা ভেঙে ৮টি বড় ব্যাটারী,আইপিএস ও আসবাবপত্র সহ ৪ লক্ষাধিক টাকা
মুল্যের মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনে স্থানীয় লোকজন স্কুল কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে স্থানীয় লোকজন বিদ্যালয় কক্ষে প্রবেশ করে দেখেন ৮ টি বড় ব্যাটারী, আইপিএস ও আসবাবপত্র সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট মনির উদ্দিন জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসের ছুটি চলছে। ফলে বিদ্যালয়ে কেউ যাওয়া আসা করছেনা।
এছাড়া বিদ্যালয়ে নিয়োগকৃত কোন নৈশ প্রহরী ও ছিলোনা। সুযোগ বুঝে চোরেরা চুরি করতে সক্ষম হয়।
এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ নোমান এ চুরির ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।