নিজস্ব প্রতিবেদক।
মানবিক কাজে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংবাদকর্মী মুসলেহ উদ্দিন ( বিএ)
তিনি জানান, ছোট কাল তার মানবিক কাজের প্রতি অনেক চিন্তা ভাবনা ছিল ,
কিভাবে মানুষের পাশে থেকে কাজ করবো এবং অসহায় মানুষের জন্য কিভাবে কাজ করবো এই তিন্তা ভাবনা তার সবসময় ছিল বলে জানিয়েছেন।
এবং মুসলেহ উদ্দিন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সংবাদকর্মী তার পাশাপাশি সে মানবিক কাজে সংযুক্ত হয়ে জনগণের পাশে কাজ করে যাচ্ছে এটা টেকনাফ জন্য বিরল দৃশ্য হিসেবে থাকবে।
আজ ১৬/০৩/২০২৫ টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও টেকনাফ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ জুবাইর এর মা লিভার জন্ডিসে আক্রান্ত হওয়ায় জুবাইরের মায়ের জন্য মানুষের ধারে ধারে সাহায্য চেয়েছেন মুসলেহ উদ্দিন সাইম খান , তার এই মানবিক কাজে এলাকার সাধারণ মানুষ সন্তুষ্টি হয়ে তার পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তার এই মানবিক সাথে ছিলেন, মোঃ জুবাইর, টেকনাফ সরকারি কলেজ
আব্দুল্লাহ আল নোমান, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়।
জাহেদ মন্জুর,বাবুল, আবছার, নুর কায়েস । মোঃ জাহেদ টেকনাফ সরকারি কলেজ।