ফকির হাসান :: অদ্য ১৬/০৩/২০২৫ খ্রিঃ ০০.৩০ ঘটিকার সময় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর এসআই(নিরস্ত্র)/ দীপরাজ ধর প্রিন্স সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগস্থ ৪নং গার্ডেন টাওয়ারের ১২তম তলায় ৪১২৪নং প্লাটে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১। শামীম আহমদ (৩৪), ২। আয়েশা আক্তার (৪০), ৩। সুপ্রিয়া চৌধুরী (২২), ৪। জারা আহমদ (১৮), ৫। তানিশা বেগম (২৩), ৬। জাহানারা বেগম (৪০)‘কে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।