প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি লোকমান হোসেন গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা ও একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লোকমান হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১০ মার্চ দিবাগত রাত তাকে গোবিন্দনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
লোকমান হোসেন ছাতকের গোবিন্দগঞ্জসৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছত্তার, এসআই মোঃ সিকান্দর আলী, এস আই
আশরাফ, এএসআই মোঃ তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই শওকত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছত্তার জানান,ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.০২.২০২৫ খ্রি, এর সন্দিগ্ধ আসামি এবং থানার মামলা নং-১৪(৩) ২০২৫ এর এজাহারনামীয় আসামি লোকমান হোসেন।
সে ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি,সিলেট মহা- নগর শ্রমিকলীগের সহ-সভাপতি,সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।