সিংড়া (নাটোর) প্রতিনিধি ::
দেশব্যাপী নারীদের নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. শামীম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব শ্রী উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।