মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার-কুড়িগ্রাম::
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভিমরুলের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬৫)। তিনি দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামের বাসিন্দা।
সোমবার (১০ মার্চ) সকালে গ্রামের নিজ জমিতে কাজ করার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজের সবজি ক্ষেতে কাজ করছিলেন।
এ সময় পাশের একটি জাম গাছ থেকে এক ঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। ভিমরুলের অবিরাম কামড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দূর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম ছড়ারপাড় গ্রামের মৃত রহিম বকসের ছেলে ছিলেন।
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভিমরুলের কামড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।