চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মধ্যপ্রাচ্যের কাতার যাবার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন বলে জানা যায়।
মোহাম্মদ ইউনুছের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। ৫ আগস্টের পর এসব মামলা হয়েছে।
উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের মরহুম বাদশা মিয়ার সন্তান ইউনুছ পরপর দুই বার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।