শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন।
সোমবার (৩ মার্চ) রাত ৮ টার সময় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরকত আলী মুন্সি দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো এশার নামাজের আজান দেওয়ার পর তিনি সুন্নত নামাজে অংশ নেন। নামাজের সময় সেজদারত অবস্থায় হঠাৎ লুটিয়ে পড়েন। মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও দেখা যায়, তিনি মারা গেছেন।
নিহতের নাতি হাবিব মিয়া জানান, তার দাদা দীর্ঘদিন ধরেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। সেজদারত অবস্থায় তার মৃত্যু হওয়ায় পরিবার-স্বজনদের পাশাপাশি এলাকার মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।